রাজেশ খান্না সম্পর্কে ডিম্পলের বিস্ফোরক তথ্য!

তিনি ভারতের বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার। তাকে নিয়ে তটস্থ হয়ে থাকতেন বলিউডের পরিচালক - প্রযোজক থেকে শুরু করে শুটিং সেটের প্রত্যেক সদস্য। তার প্রধানতম কারণ ছিল দেশজুড়ে তার জনপ্রিয়তা। তিনি ছিলেন মহিলা দর্শক মহলের হার্টথ্রব। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকারাও তার প্রেমে পাগল হতেন। তিনি বলিউডি হিন্দি ছবির প্রয়াত সুপারস্টার রাজেশ খান্না। তাকে ডাকা হতো রোমান্স কিং রাজেশ খান্না। তার প্রেম এবং ব্যক্তিগত জীবনটাও ছিল খুবই রঙিন। কেননা তার জীবনে একাধিক মহিলার আগমন ঘটেছিল।

রাজেশ খান্না সম্পর্কে ডিম্পলের বিস্ফোরক তথ্য!
তিনি ভারতের বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার। তাকে নিয়ে তটস্থ হয়ে থাকতেন বলিউডের পরিচালক - প্রযোজক থেকে শুরু করে শুটিং সেটের প্রত্যেক সদস্য। তার প্রধানতম কারণ ছিল দেশজুড়ে তার জনপ্রিয়তা। তিনি ছিলেন মহিলা দর্শক মহলের হার্টথ্রব। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকারাও তার প্রেমে পাগল হতেন। তিনি বলিউডি হিন্দি ছবির প্রয়াত সুপারস্টার রাজেশ খান্না। তাকে ডাকা হতো রোমান্স কিং রাজেশ খান্না। তার প্রেম এবং ব্যক্তিগত জীবনটাও ছিল খুবই রঙিন। কেননা তার জীবনে একাধিক মহিলার আগমন ঘটেছিল।
বলিউডের একাধিক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও রাজেশ খান্না কিন্তু বিয়ে করেছিলেন তার হাঁটুর বয়সী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে। যদিও তাদের বিয়েটা সুখের হয়নি। তাদের মধ্যে বিভিন্ন কারণে দূরত্ব বাড়তে শুরু করে। তার অন্যতম প্রধান কারণ ছিল রাজেশের জীবনে বিয়ের পরেও বিভিন্ন নায়িকার আগমন। কখনও অঞ্জু মহেন্দ্র, কখনও টিনা মুনিম। এই তালিকা থেকে নাকি মিসেস আম্বানিও বাদ যাননি।
ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বিবাহিত থাকা সত্ত্বেও অঞ্জু মহেন্দ্রের সঙ্গে রাজেশের সম্পর্ক ছিল। সেটা ভেঙে যাওয়ার পর টিনা মুনিম আসেন তার জীবনে। রাজেশ খান্না এবং টিনা মুনিমের সম্পর্কটা তখন ছিল বলিউডের ওপেন সিক্রেট। টিনা বলিউডে এন্ট্রি নেওয়ার পর রাজেশ খান্না নাকি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আবার টিনাও খুব পছন্দ করতেন রাজেশ খান্নাকে। তাই তো তাদের দুজনের সম্পর্ক গভীর হতে শুরু করে।
টিনার অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৭৮ সালে। স্পেনের আরুবায় ইন্টারন্যাশনাল টিম প্রেজেন্স কনটেস্ট মিস ফটোজেনিক এবং মিস বিকিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। তখনই দেব আনন্দের নজরে পড়ে যান টিনা। তিনি তাকে ‘পরদেশ’ ছবিতে কাজের সুযোগ দেন। যদিও টিনা অবশ্য ফ্যাশন ডিজাইনার হতে চাইতেন। সেই কারণে তিনি প্যারিসে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন।
টিনার বলিউড অভিষেক হওয়ার পর ১৯৮৩ সালে রাজেশ এবং টিনা ‘সওতন’ ছবিতে একসঙ্গে কাজ করার সুযোগ পান। তখনই তারা একে অপরের প্রেমে পড়ে যান। এরপর আলাগ আলাগ, আখির কিউ, ফিফটি ফিফটি, অধিকার ছবিতে তারা কাজ করেছিলেন। প্রথম প্রথম অবশ্য প্রেমের খবরটা লুকিয়েই রেখেছিলেন তারা। তাই ডিম্পল কাপাডিয়া রাজেশ খান্নার কীর্তি সম্পর্কে জানতে পারেননি।
রাজেশ খান্না এবং টিনা মুনিমের সম্পর্ক যত গভীর হয়, ডিম্পলের সঙ্গে তার দূরত্ব তত বাড়তে থাকে। একটা সময় পর তারা আলাদা থাকতে শুরু করেন। এদিকে রাজেশ টিনার সঙ্গে লিভ ইনে থাকতে শুরু করেন। তবে টিনা রাজেশকে বিয়ের জন্য জোরাজুরি করতে শুরু করেন। রাজেশ রাজি না হওয়াতে ব্রেকআপের সিদ্ধান্ত নেন তারা। টিনা এরপর বলিউড ছেড়ে ক্যালিফোর্নিয়াতে পড়াশোনা করতে চলে যান।
ক্যালিফোর্নিয়া থেকে ফেরার পর টিনা বিয়ে করেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানিকে। অন্যদিকে রাজেশ খান্না আর ডিম্পল কাপাডিয়া আলাদা থাকলেও কখনও ডিভোর্স নেননি। বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও তারা অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। ডিম্পলের জীবনে এসেছিলেন সানি দেওল। টিনার সঙ্গে রাজেশের সম্পর্কের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছিলেন ডিম্পল। স্বামী রাজেশ খান্না প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে টিনা বলেছিলেন, ও শুধু নিজেকে ভালোবাসতো, অন্য কাউকে ভালোবাসতে পারে না সে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow